• ঢাকা
  • বুধবার, ১ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ
  • Govt. SL. No:-352

Advertise your products here

চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ভাংচুর ও  তালা 


ডে-নাইট-নিউজ ; প্রকাশিত: সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:১৮ পিএম;
চন্দ্রগঞ্জ,  ইউনিয়ন পরিষদ কার্যালয়ে,  স্বেচ্ছাসেবক দলের ভাংচুর ও  তালা 
চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্বেচ্ছাসেবক দলের ভাংচুর ও  তালা 

 লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কার্যালয়ে ভাংচুর করে তালা ঝুরিয়ে দিয়েছে সেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। বর্তমানে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বন্ধ রয়েছে। .

 .

সোমবার সকাল ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এতে সাধারন জনগন ও সেবা প্রত্যাশী দূর্ভোগের শিকার হচ্ছেন বলে জানাগেছে।

 .

 .

জানাযায়, প্রতিদিনের মত সকালে চেয়ারম্যান কার্যালয়ে আসলে  ইউনিয়ন সেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ হোসেন ও প্রথম যুগ্ন আহবায়ক মনির হোসেন টিপুর নেতৃত্বে কয়েক জন দলীয় নেতাকর্মী চেয়ারম্যান নুরুল আমিনকে কে তার অফিস থেকে লাঞ্চিত করে  জোর পূর্বক বের করে দেয়। এ সময় তারা ইউপি কার্যালয়ে ভাংচুর করে সকল কর্মকর্তা কর্মচারিকে বের করেদিযে  তালা  ঝুলিয়েদেয়। এ সময় তারা এ চেয়ারম্যানকে অফিসে  না আসার জন্য নানা হুমকী ধমকী প্রদান করে।  

 .

 .

ইউপি চেয়ারম্যান নুরুল আমিন খবর কাগজকে বলেন বিগত  কয়েকদিন থেকে জাবেদ ও মনির   আমার কাছে চাঁদা দাবি করে আসছে।  আমি তাদেরকে চাঁদা দিতে রাজি না হওয়ায় তারা আমাকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে আসছিল। সোমবার তারা আমার কার্যালয়ে এসে  আমাকে লাঞ্ছিত করে  আমার কার্যালয় ভাঙচুর করে এবং আমাকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা ঝুলিয়ে দেয়। .

  .

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. কায়সার হামিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে  বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

 .

লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা খবরের কাগজ কে বলেন, খবরটি পেয়েছি। বিস্তারিত তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

 .

স্থানীয় সেবা প্রত্যাশী আইনুল জানান, ‘চেয়ারম্যান একজন ভালো মানুষ, তিনি ভিন্ন দল করলেও কখনো কাউকে কোন কাজে হয়রানি করেননি। সাধারন মানুষের যাতে স্বাক্ষর পেতে সমস্যা না হয় সেজন্য সারাদিন অফিসে বসে থাকেন। তিনি না থাকায় আমাদের অনেক অসুবিধা হচ্ছে’।

 .

আরেক সেবা প্রত্যাশী তাহমিনা বলেন, আমরা আগে সব সময় চেয়ারম্যান সাহেবকে অফিসে পেতাম, এখন আজকে চেয়ারম্যানকে না পেয়ে আমাদের খুবই অসুবিধা হচ্ছে’।

 .

 .

চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপি'র সভাপতি আলী করিম মেম্বার জানান তিনি বিষয়টি অবগত নন। .

চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আব্দুল হান্নানকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।.

 . .

ডে-নাইট-নিউজ / লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ বিভাগের জনপ্রিয় সংবাদ